Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০১৫

রেড ডাটা বুক অব ভাস্কুলার প্লান্টস্ অব বাংলাদেশ

বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের জীবনধারণের জন্য সরাসরি জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। অতিমাত্রায় উদ্ভিদ সম্পদ আহরণ, বনভূমির পরিমাণ হ্রাস, উদ্ভিদের আবাসস্থল ধ্বংস অথবা পরিবর্তন, জলবায়ুর বিরূপ প্রভাবসহ নানাবিধ মানুষের তৈরী কারণে অনেক উদ্ভিদ প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্ত হওয়ার পথে। ‘রেড ডাটা বুক অব ভাস্কুলার প্লান্টস্ অব বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের বিলুপ্তপ্রায় বা বিলুপ্তির আশংকাযুক্ত উদ্ভিদ প্রজাতির নাম, বাংলা নাম, ইংরেজি নাম, গাছের বিস্তারিত বর্ণনা, বাসস্থান, ভৌগলিক বিস্তৃতি, বিলুপ্তির কারণ চিহ্নিত করে সংরক্ষণের উপায় ইত্যাদি তথ্য সম্বলিত প্রকাশনা। ইতোমধ্যে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২২৬টি উদ্ভিদ প্রজাতি সম্বলিত ২ প্রস্থ ‘রেড ডাটা বুক অব ভাস্কুলার প্লান্টস্ অব বাংলাদেশ’ শীর্ষক পুস্তক প্রকাশ করেছে। এ কার্যক্রমের আওতায় নতুন করে ঝুঁকিপূর্ণ উদ্ভিদ প্রজাতি সনাক্তকরণ এবং পুস্তক প্রকাশের কাজ চলমান রয়েছে।